৬০ বছরের শিপ্রার ৫১ মামলা, সবকটি মাদকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৭ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় শিপ্রা বেগম (৬০) নামের শীর্ষ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জেলার বুদ্ধিমান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিপ্রা চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি গ্রামের মৃত বাবুল রহমানের স্ত্রী। তার নামে বিভিন্ন থানায় ৫১ মামলা রয়েছে।

jagonews24

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রথমে সীমান্তে চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন শিপ্রা বেগম। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে প্রথম তার বিরুদ্ধে মামলা হয়। একে একে গত ৩০ বছরে তার নামে ৫১টি মামলা হয়। এসব মামলায় গ্রেফতারও হন বহুবার। ফের জামিনে বের হয়ে মাদক কারবারির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

২০১৫ সালে শিপ্রার স্বামী বাবুল মিয়া মারা যান। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। মাদকের একটি মামলায় তিনি ৩২ বছরের সাজা ভোগ করছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ৫১ মামলার মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে তার।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।