ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৮ নভেম্বর ২০২১

ফরিদপুরের সালথায় ডিজিটাল নিরাপত্তা আইনে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিদের জড়িয়ে ফেসবুকে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সে মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নাসির উদ্দিন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোররাতে তাকে আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কাকিলাখোলা গ্রামের বাসিন্দা মো. হাদিস মিয়া মঙ্গলবার নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও বিকৃত নানা মিথ্যা তথ্য দিয়ে স্ট্যাটাস দেয় বলে লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ওই মামলায় কাকিলাখোলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান জানান, নাসির উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সালথা থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।