নোয়াখালীতে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ আহত ৩
নোয়াখালীর সেনবাগে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে কাউন্সিলর প্রার্থীসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে সেনবাগ পৌরসভার কাদরা ও কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সেনবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিন (৪২) এবং কাবিলপুর ইউনিয়নের সদস্য প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থক কাজী নিজাম উদ্দিন ওরফে টিপু ও কাজী মিজানুর রহমান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে আলাউদ্দিন মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কাদরা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে। আলাউদ্দিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে আলাউদ্দিনের সমর্থকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।
অন্যদিকে কাবিলপুর ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী নিজাম উদ্দিনের দুই সমর্থক কাজী নিজাম উদ্দিন ওরফে টিপু ও কাজী মিজানুর রহমানকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিজাম উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, সেনবাগ পৌরসভার কাদরা এলাকার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলাউদ্দিনের ওপর রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এছাড়া কাবিলপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী ২৮ নভেম্বর সেনবাগ পৌরসভা ও পাঁচ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইকবাল হোসেন মজনু/ইউএইচ/এমএস