ফরিদপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০
ফরিদপুরের মধুখালীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে আসলে ফরিদপুর অভিমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক, হেলপারসহ বাসযাত্রীদের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি।

মধুখালী ফায়ার সার্ভিসের কর্মী সাকিব আল হাসান জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর রাস্তা বন্ধ থাকায় দুইপাশে প্রায় শতাধিক গাড়ি আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এন কে বি নয়ন/ইউএইচ/এএসএম