গভীর রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১০:২১ এএম, ২২ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বুকে পিস্তল ঠেকিয়ে ল্যাপটপসহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় রিকশাওয়ালা প্রতিবাদ করলে তাকে মারধর করেছে ছিনতাইকারীরা।

রোববার (২১ নভেম্বর) গভীর রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ফয়সাল আজাদ সাফি ওই পাড়ার মৃত আজাদুল হকের ছেলে এবং নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র।

এ বিষয়ে ফয়সাল আজাদ সাফি বলেন, রাতে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেসে করে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামি। রাত ২টার দিকে রিকশাযোগে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার দিকে রওনা হই। বাড়ির অদূরে আফেন্দির দোকানের নিকট পৌঁছালে অজ্ঞাত দুজন রিকশার গতি রোধ করেন। এ সময় তারা আমার বুকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ল্যাপটপসহ নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেন। প্রতিবাদ করায় রিকশাচালক মনোয়ার হোসেনকে মারধর করে পালিয়ে যান তারা।

চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মোহাব্বত হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

সালাউদ্দীন কাজল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।