কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলার অবনতিতে ‘কাঁদলেন’ ভাইস চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ২৩ নভেম্বর ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা সভায় নিজ বাড়িতে হামলা ও গুলিবর্ষণের বর্ণনা দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন।

আরজুমান পারভীন বলেন, আমাদের বাড়িতে প্রথম হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ। শনিবার রাতে হামলার পর আমরা যে জীবিত আছি, এটা সবার দোয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে সিসিটিভি ফুটেজ দেওয়ার পরও এখনও চিহ্নিত কোনো আসামি গ্রেফতার হয়নি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে। সন্ত্রাসীরা যে ঘরে অস্ত্র, গুলি, বোমা ও ককটেল রেখেছিল, পুলিশ সেখানে গিয়েও কাউকে গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি। এরপর তিনি অঝোরে কান্নায় ভেঙে পড়েন।

এ ব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, ভাইস চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীরের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে ভার্চুয়ালি যুক্ত হন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

সভায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ অন্যান্য বক্তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, কোম্পানীগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু ঘটনা ঘটছে। আমরা আর কারও চোখের পানি চাই না। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য ওবায়দুল কাদেরের প্রতি অভিভাবকত্ব আরও বাড়িয়ে দিয়ে কোম্পানীগঞ্জে শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।

শনিবার (২০ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীনের বাড়িতে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইকবাল হোসেন মজনু/কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।