দোকানে করছিলেন চা পান, প্রাণ গেলো দুর্বৃত্তদের হামলায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৫ নভেম্বর ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় মাসুদ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাসুদ ওই ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মঙ্গল মিয়ার ছেলে।

স্থায়ী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত স্থানীয় কালু মিয়া ও যাদব মিয়ার সঙ্গে মোহাম্মদ মাসুদের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোরে তার ভাগনিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে প্রথমে খাগাতুয়া ভোরের বাজারে চা পান করতে যান। চা পানের সময় তিনিটি সিএনজিচালিত অটোরিকশাযোগে একদল যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাসুদকে রক্তাক্ত করেন।

গুরুতর আহত অবস্থায় সিএনজিযোগে পালানোর সময় আবারো তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এতে তার হাত ও পায়ের রগ কেটে যায়। স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে মাসুদ মারা যান।

মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রতনপুর ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় কয়েকজনকে শনাক্ত করা গেছে। ঘটনাস্থলে পুলিশ আছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।