ভাবিকে হারিয়ে ননদের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:১০ পিএম, ২৯ নভেম্বর ২০২১

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নে ভাবিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ননদ। সূর্যমুখী ফুল প্রতীকে এক হাজার ৩৬১ ভোট পেয়ে রাজিয়া সুলতানা পলি মেম্বার নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রিটানিং কর্মকর্তা হুসাইন মো. আল মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে রাজিয়া সুলতানা পলি, আসমা আক্তার ও হাসি আক্তার নির্বাচনে অংশ নেন। এদের মধ্যে রাজিয়া সুলতানা পলি সূর্যমুখী ও তার বড় ভাইয়ের স্ত্রী হাসি আক্তার তালগাছ প্রতীকে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে হাসি আক্তার ৭৩৫ ভোট ও আসমা আক্তার হেলিকপ্টার প্রতীকে এক হাজার ৯২ ভোট পান।

এ বিষয়ে বিজয়ী রাজিয়া সুলতানা পলি বলেন, হাসি আক্তার বর্তমান ইউপি সদস্য। এবার আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছি। এখানে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।