চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ৩০ নভেম্বর ২০২১
নিহত যুবকের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আজিম (২২) নামে এক এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। তবে কী নিয়ে এ হতাহতের ঘটনা তা জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) রাত ১০ টার দিকে পৌর এলাকার বটতলাহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক পৌর এলাকা মাওরিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে। আহতরা হলেন- নতুনহাট বড়িপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮) ও বটতলাহাটের আব্দুল হাইয়ের ছেলে আলম (১৪)।

স্থানীয়রা জানান, বটতলাহাট এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আজিম নিহত হন। তবে কী নিয়ে এমন ঘটনা ঘটেছে জানেন না তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাড়ে ১০টার দিকে হতাহতের ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় একজন নিহতে হয়েছেন। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সোহান মাহমুদ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।