ঝিনাইদহে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ৩০ নভেম্বর ২০২১

পুলিশের ওপর হামলার ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে সদর পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাওন শৈলকুপা নলখোলা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্টুর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ২৮ নভেম্বর হাকিমপুর ইউনিয়নের বিপ্রবগদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওনসহ ৭৬ জনের নামে মামলা হয়। এ মামলায় অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার বিকেলে শাওনকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, পুলিশের করা হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারের পর সে পুলিশ হেফাজতে আছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।