মহেশপুর সীমান্ত দিয়ে প্রবেশর সময় আটক ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ৩০ নভেম্বর ২০২১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশর সময় নারী-পুরুষসহ চারজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে উপজেলার যাদবপুর বিওপির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (৪০), রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষডাংগা গ্রামের মৃত আবদুর রহমান মণ্ডলের ছেলে মো. দিলবার হোসেন (৩৫), যশোরের কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে মোছা. লিজা খাতুন (২৬) ও একই থানার তেজরোল গ্রামের মৃত. তফসির মোল্লার মেয়ে মোছা. কাজল রেখা (২৮)।

বিজিবি ৫৮ এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভোরে উপজেলার যাদবপুর বিওপির সদস্যরা অবৈধভাবে দেশে প্রবেশের সময় চারজনকে আটক করে। পরে মামলা দিয়ে তাদের মহেশপুর সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।