প্রবীণ আ’লীগ নেতা হানিফের দাফন সম্পন্ন
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রবীণ এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার ও জানাজা শেষে জেলা ঈদগা ময়দান সংলগ্ন কবরস্থানে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের পাশে তাকে দাফন করা হয়েছে।
জানা যায়, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরন, মুক্তিযুদ্ধের সংগঠক মাহমুদুর রহমান বেলায়েত, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক দলের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকায় ইন্তেকাল করেন প্রথম জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক ও আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ।
ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস