প্রবীণ আ’লীগ নেতা হানিফের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো. হানিফের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রবীণ এ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এদিকে রোববার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে রাষ্ট্রীয় গার্ড অব অনার ও জানাজা শেষে জেলা ঈদগা ময়দান সংলগ্ন কবরস্থানে সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের পাশে তাকে দাফন করা হয়েছে।

জানা যায়, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ৩ আসনের সংসদ সদস্য মো. মামুনুর রশিদ কিরন, মুক্তিযুদ্ধের সংগঠক মাহমুদুর রহমান বেলায়েত, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশা ও রাজনৈতিক দলের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৪ ডিসেম্বর) সকালে ঢাকায় ইন্তেকাল করেন প্রথম জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক ও আওয়ামী লীগের সাবেক জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।