বগুড়া সদর থানার ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদসহ ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বাকি পাঁচজনের মধ্যে তিনজন উপ-পরিদর্শক (এসআই) ও দুজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আছেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

বদলিকৃতদের মধ্যে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে (জনস্বার্থে) নাটোর জেলা পুলিশ এবং তিন এসআই (প্রশাসনিক কারণে) গোলাম মোস্তফা, মিথুন সরকার ও মুক্তার মাহামুদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। এছাড়া দুই এএসআই (প্রশাসনিক কারণে) মনিরুল হোসেন ও আঙ্গুর হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

ওসি সেলিম রেজা বলেন, সবগুলো নিয়মিত বদলির অংশ। দ্রুত তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।