শিবগঞ্জে কলেজছাত্রীকে অপহরণ চেষ্টা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২১

বগুড়ার শিবগঞ্জে প্রকাশ্যে এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে আলী হাসান (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আলী হাসান বগুড়া সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের মিলন মিয়ার ছেলে। তবে তিনি শিবগঞ্জের জুড়ি মাঝপাড়া গুজিয়া এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন।

মামলা সূত্রে জানা যায়, শিবগঞ্জ সরকারি এমএইচ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীকে (১৯) আলী হাসান দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন। বিষয়টি কলেজছাত্রীর পরিবার জানার পর হাসানের শ্বশুর বাড়ির লোকদেরকেও জানান। তবে তারা কোনো পদক্ষেপ নেননি।

রোববার বেলা ১২টায় ওই কলেজছাত্রী পরীক্ষা দিয়ে বের হলে কলেজ গেটেই হাসান তার মোটরসাইকেলে ছাত্রীকে উঠিয়ে অপহরণের চেষ্টা চালান। এসময় কলেজছাত্রীর চিৎকারে আসপাশে লোকজন মোটরসাইকেলের গতি থামিয়ে হাসানকে আটক করে রাখেন। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাসানকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপহরণ চেষ্টার ঘটনায় আমরা মামলা নিয়েছি। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।