নির্বাচিত হয়ে সমাজের জন্য কিছু করতে চান তৃতীয় লিঙ্গের সাথী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের এক প্রার্থী।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেকের কাছে মনোনয়নপত্র জমা দেন সাথী সরকার নামের ওই প্রার্থী।

সাথী সরকার উপজেলার ৪ নম্বর ইসুবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর (৭, ৮ ও ৯নং) ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ৯ নম্বর ওয়ার্ডের বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা।

নির্বাচিত হয়ে সমাজের জন্য কিছু করতে চান তৃতীয় লিঙ্গের সাথী

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিন নম্বর ওয়ার্ডের অর্ধশত ভোটার উপস্থিত ছিলেন।

মেম্বারপ্রার্থী সাথী সরকার বলেন, আমরা সমাজের মানুষ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে মানুষ হিসেবে। এজন্য মানুষের হয়ে, মানুষের জন্য কিছু করতে চাই। কারও বোঝা নয়, সমাজের জন্য কিছু করতে চাই।

নির্বাচনে কেন প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘একদিন আমি গান-বাজনা করে বাড়ি আসি। এসময় এলাকার কিছু মুরব্বি আমাকে বলেন, তুমি সমাজের জন্য কিছু করো। এসব গান-বাজনা আর করো না। এরপর থেকে আমি সমাজের জন্য কিছু করতে চাই। এলাকার লোকজন ও মুরব্বিরা আমাকে প্রার্থী হতে বলেন। আমি তাদের সাহসেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

নির্বাচিত হয়ে সমাজের জন্য কিছু করতে চান তৃতীয় লিঙ্গের সাথী

চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক বলেন, উপজেলার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী হয়েছেন। তিনি সংরক্ষিত নারী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ৫ জানুয়ারি চিরিরবন্দর উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।