কারখানার আগুন নেভাতে গিয়ে কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:১০ পিএম, ১২ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে একটি স্পিনিং মিলের কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মো. মোতালেব বেপারি (৪০) মুন্সিগঞ্জের লৌহজং থানার যশোরদিয়া গ্রামের ওহাব বেপারির ছেলে। তিনি উপজেলার সফিপুর পূর্ব পাড়া এলাকায় মালেক স্পিনিং মিলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেব দীর্ঘদিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খালিয়ারচালা এলাকায় সপরিবারে বসবাস করেন। গত ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ওই প্রতিষ্ঠানের তুলার গোডাউনে আগুন লাগে। আগুন লাগার পর তিনিসহ বেশ কিছু শ্রমিক আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

একপর্যায়ে মোতালেব আগুনের মধ্যে পড়ে গেলে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। পরে শেখ হাসিনা বার্ন ইউনিটে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল আলম বলেন, ওই দিনের আগুনে একজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধ ওই ব্যক্তি মারা গেছেন বলে জানতে পেরেছি।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।