বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আ’লীগ নেতা দগ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতার বাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন। উপজেলার গোপগ্রামে সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে। ফারুক আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠক খানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগ নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, শটসার্কিট থেকে আগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছিল।

আল-মামুন সাগর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।