জাওয়াদে ক্ষতিগ্রস্ত মাগুরার সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলিজমি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে মাগুরায় চার হাজার ৫৮৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মসুর, গম, শীতকালীন সবজি, সরিষা, বীজতলা, পেঁয়াজের বীজতলা বেশি ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে মাগুরায় ৬১ হাজার ৪৭০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে ৪০ হাজার ১০৯ হেক্টর জমিতে মসুর, সরিষা, শীতকালীন সবজি, বোরো বীজতলা, পেঁয়াজের বীজতলা, সরিষা, আলু, গম, ভুট্টা, মিষ্টি আলু, মটরশুঁটি, খেসারি ও ধনিয়ার চাষ হয়েছিল। জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে চার হাজার ৫৮৭ হেক্টর জমির ফসলের ক্ষতি নিরূপণ করা হয়েছে।

জাওয়াদে ক্ষতিগ্রস্ত মাগুরার সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল

এরমধ্যে তিন হাজার ৫৪৪ হেক্টর মসুর, ৫০৪ হেক্টর সরিষা, ৩৪৮ হেক্টর গম, ৪৭ হেক্টর শীতকালীন সবজি, ৩৬ হেক্টর খেসারি, ৩৫ হেক্টর মুড়িকাটা পেঁয়াজ, ১৭ হেক্টর পেঁয়াজের বীজতলা, ১০ হেক্টর রসুন, আট হেক্টর মটরশুঁটি, তিন হেক্টর ধনিয়া, দুই হেক্টর মরিচ, দুই হেক্টর বোরো বীজতলা, এক হেক্টর ভুট্টা, এক হেক্টর মিষ্টি আলু ও উঠতি রোপা আমন ধানের ১০ শতাংশ জমির ফসলের ক্ষতির হয়েছে।

জাওয়াদে ক্ষতিগ্রস্ত মাগুরার সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদে সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মসুর ও গমের। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের আগাম বোরো ধান, ফুলকপি, ওলকপি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।