ভিড় বেড়েছে কুয়াকাটায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় ভিড় করছে মানুষ

টানা তিনদিনের সরকারি ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে কুয়াকাটায়। বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ও সৈকতে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশ।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক এসব তথ্য জানান।

jagonews24

তিনি বলন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং সরকারি ছুটিসহ তিনদিন বন্ধ থাকায় সব হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। পৌরসভা, হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন, টোয়াক, স্থানীয় পর্যটন ব্যবসায়ী সংগঠনসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

jagonews24

ট্যুরিস্ট পুলিশের টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। ঝাউবন, লেম্বুরবন, সূর্যাস্ত পয়েন্ট, গঙ্গামতি, ব্লক পয়েন্টসহ সবগুলো স্থানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।