তিনদিনের ছুটিতে বগুড়ার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১
পচেপড়া ভিড় বগুড়ার পর্যটন কেন্দ্রগুলোতে

টানা তিনদিনের ছুটির শুরুতে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের ভিড় দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। সব বয়সীরাই ছুটির সময়গুলো একটু অন্যভাবে কাটানোর চেষ্টা করছেন। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো পাশাপাশি বেশিরভাগ মানুষ ছুটে যাচ্ছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

পুণ্ড্রনগরের রাজধানী হিসেবে পরিচিত বগুড়ার মহাস্থানগড়। এখানে রয়েছে হজরত শাহ সুলতান বলখি (রা.) এর মাজার, জিয়তকুপ, শিলাদেবির ঘাট, জাদুঘর ও পিকনিক স্পটসহ বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে।

মহাস্থান যাদুঘর কর্তৃপক্ষ বলছে, ভিড় আরও বাড়বে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছেন তারা। বগুড়া শহরের নবাববাড়ীতে রয়েছে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলীর বাড়ি। ওই বাড়িটিতে এখন প্যালেস মিউজিয়াম করা হয়েছে। নবাব পরিবারের ব্যবহৃত জিনিসপত্র এবং রকমারি দর্শনীয় জিনিস দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটি।

jagonews24

শহরের খান্দার এলাকায় রয়েছে ওয়ান্ডারল্যান্ড। এখানে রয়েছে শিশুদের নানা রাইড এবং বিভিন্ন খেলা ব্যবস্থা। এর প্রবেশ মূল্য ৫০ টাকা। এখানে প্রতিদিন ভিড় করছে শিশু-কিশোরসহ অসংখ্য মানুষ। এদিকে দীর্ঘ ছুটি ও বিজয় দিবস উপলক্ষে ওয়ান্ডারল্যান্ডে নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

শহরের পৌরপার্ক ও শহীদ খোকন পার্কের খোলা জায়গায় আড্ডা দিয়ে ছুটির সময় কাটান অনেক পরিবারের সদস্যরা। বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর কালিতলার হার্ডপয়েন্টের দক্ষিণে রয়েছে প্রেম যমুনার ঘাট। গত কয়েক বছরে এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। যমুনা নদীর পাশে নির্মল পরিবেশে সময় কাটাতে এখানে প্রতিদিন আসছে শত শত মানুষ। এছাড়া বগুড়া শহরের পাশ্চাত্য খাবারের রেস্তোরাঁ আড্ডা, রেডচিলিজ, রোচাস, বার-বি-কিউ লা ভিলা, মাইডাস, শখসহ বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে রয়েছে ভিড়। শহরের সাতমাথায় চটপটি ফুচকা, কাবাব, কোমলপানীয় আর মুখরোচক খাবার দোকানগুলোতে এবার রেকর্ড পরিমাণে বিক্রি হচ্ছে।

শহরের ওয়ান্ডার ল্যান্ডে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দর্শনার্থীরা দীর্ঘ লাইন। সেখানে কথা হয় খাদিজা খাতুনের সঙ্গে। চার ও আট বছরের মেয়ে মারিয়া ও বিউটিকে নিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, মেয়েদের বায়নার কাছে হার মেনেই শিশুপার্কে আসা। ওদের বাবা গেছেন টিকিট কাটতে। যে ভিড়, দেখা যাক ঢোকা যায় কী-না।

jagonews24

মহাস্থানগড়, খেরুয়া মসজিদ, গোকুল মেধ, ভাসু বিহার, যোগীর ভবন, ভীমের জাঙ্গাল, রানী ভবানীর বাপের বাড়ি, পরশুরামের প্রাসাদ, মানকালীর কুণ্ড এরমধ্যে অন্যতম।

মহাস্থানগড় দেখতে নাটোরের বড়াইগ্রাম থেকে এসেছিলেন মেডিকেল কলেজের ছাত্রী আলেয়া রহমান। তিনি বলেন, এত দিন ইন্টারনেট এবং বইয়ে প্রাচীন এ স্থাপনা সম্পর্কে পড়েছি। এবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেটি দেখতে এসেছি। এখানে এসে স্থাপনাটির নির্মাণশৈলী ও বিভিন্ন কারুকাজ দেখে মুগ্ধ হয়েছি।

বগুড়ার শহরের খান্দারের ওয়ান্ডারল্যান্ড বিনোদন কেন্দ্রের জেনারেল ম্যানেজার এসএম পারভেজ জানান, এবার দর্শনার্থীদের সংখ্যা বেশি। ছুটির শুরু থেকে আবহাওয়া ভালো হওয়া দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। তিনি আরও জানান, দর্শকদের চাহিদা মাথায় রেখে তাদের কেন্দ্র নতুন করে সাজানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।