গাবতলী যুবলীগের ধর্ম সম্পাদকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

বগুড়ার গাবতলীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলাটি করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা আব্দুল হান্নান গাবতলী পৌরসভার চাকলা দক্ষিণপাড়া এলাকার খেরু প্রামানিকের ছেলে এবং পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক।

এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ যুবলীগ নেতা আব্দুল হান্নানের প্রতিবেশী। ঘটনার সময় ওই নারীর স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে ওই নারীর বাড়িতে প্রবেশ করে পাশে পুকুরপাড়ের ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা করেন ওই গৃহবধূ।

ঘটনার পর থেকে যুবলীগ নেতা আব্দুল হান্নান পলাতক। তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। এজন্য তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।