নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০২১
নিহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জোড়া খুনের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নিহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুলের হকের এরশাদের ছোট ভাই আক্তারুজ্জামান মামলাটি করেন।

মামলার ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জোড়া খুনের ঘটনায় মামলা করা হয়েছে। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক ও তার সহযোগী বাদল সরকার।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।