বেনাপোলে পিস্তল-ম্যাগজিনসহ চার সন্ত্রাসী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিনটি বার্মিজ চাকুসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

রোববার (১৯ ডিসেম্বর) প্রথম প্রহর রাত ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, শার্শা উপজেলার পান্থপাড়া গ্রামের বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) ও বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আজগর আলীর ছেলে নুরনবী (২২)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার উত্তর কাগজপুকুর- বুজতলাগামী পাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে নুরনবীর কাছ থেকে বিদেশি পিস্তল-ম্যাগজিন ও অপর তিনজনের কাছ থেকে একটি করে বার্মিজ চাকু জব্দ করা হয়েছে। আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। তারা বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।