চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২১ ডিসেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন ধরেই শিশুদের ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। শীতের হিমেল হাওয়ার কারণে ডা্য়রিয়া বাড়ছে বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতকালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন অন্তত ২০-৩০ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

হাসপাতালে ভর্তি হওয়া জুনাইদ নামে এক ১৭ মাসের শিশুর বাবা জিন্নাত জানান, দুদিন ধরে শিশু জানুইদের হালকা জ্বর ছিল। এর পর রোববার (১৯ ডিসেম্বর) ভোর থেকে পায়খানা শুরু হয়।তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করেছি।

হরিপুর এলাকার কামরুজ্জামান জানান, ডায়রিয়ার কারণে দেড় বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু বেড না পেয়ে ঠাণ্ডার মধ্যেই মেঝেতে থাকতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

পৌর এলাকার বটতলা হাট এলাকার আসমা বেগম জানান, ছয় বছরের শিশুকে ডায়রিয়া কারণে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মাহফুজ রায়হান বলেন, শীতকালীন রোটা ভাইরাসের কারণে শিশুদের ডায়রিয়া হচ্ছে। প্রায় ৮-১০ দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।হাসপাতালে প্রতিদিনই প্রায় ৩০ এর বেশি ডায়রিয়ায় আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। তবে ডায়রিয়ায় কোনো শিশু মারা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মুমিনুল হক জানান, গত কয়েকদিন থেকেই ডায়রিয়ার আক্রান্ত শিশু বেশি ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসায় আমরা প্রস্তুত রয়েছি।

সোহান মাহমুদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।