ছেঁড়া পোস্টার হাতে থানায় মেম্বার প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
ছেঁড়া পোস্টার হাতে ফজলুল হক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হওয়ার পর থেকে প্রতিপক্ষরা বিভিন্ন বাধা ও হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফজলুল হক। তার পোস্টারও ছিঁড়ে দেওয়া হয়েছে। ছেঁড়া পোস্টার নিয়েই থানায় অভিযোগ করতে যান তিনি। তবে পুলিশ তাকে নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিতে বলেছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় যান ওই প্রার্থী। তিনি সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী। পুলিশের কাছে অভিযোগ জানানোর সময় অনেকটা অসহায় দেখা গেছে তাকে।

রোববার (২৬ ডিসেম্বর) ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেম্বার পদপ্রার্থী ফজলুলের মার্কা বৈদ্যুতিক পাখা।

jagonews24

ফজলুল হক অভিযোগ করে বলেন, ‘আমার ওয়ার্ড থেকে আমরা সাতজন মেম্বার প্রার্থী। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। মোরগ মার্কার প্রার্থী মহসিন আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন। আমাকে মারধর করছেন। আমাকে বাসায়ও ঢুকতে দিচ্ছেন না। আমাকে বাইরে থাকতে হচ্ছে। আমি এর বিচার চাই। নিজের নিরাপত্তা চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেম্বারপ্রার্থী মহসিন বলেন, ‘ফজলুল হক আমার চাচা হন। তার মাথায় একটু সমস্যা আছে। তার পরিবারের লোকজন আমার নির্বাচন করছে। তাই আমার নামে এলোমেলো কথা ছড়াচ্ছেন তিনি।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘মেম্বারপ্রার্থী ফজলুল হক আমার কাছে এসেছিলেন। তিনি বেশকিছু অভিযোগ করেছেন। তাকে নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।’

তানভীর হাসান তানু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।