মাদক মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে
পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়নের সাতকাছেমিয়া এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসির হোসেন জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতকাছেমিয়া মাদরাসার পেছনে রাস্তায় বসে মাদক বেচা-কেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রাকিবকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা পাওয়া যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, রাকিব শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী (তাপস) রাকিব শেখকে উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানান। তিনি বলেন, তাকে ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কখনো পাইনি এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসজে/এএসএম