সরিষাবাড়ীর সবকটিতে নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ২৭ ডিসেম্বর ২০২১
সরিষাবাড়ীর সাত ইউনিয়নে জয়ী নৌকার প্রার্থীরা।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন ১ নং সাতপোয়া ইউনিয়নের আবু তাহের, ২ নং পোগলদিঘা ইউনিয়নে মো. আশরাফুল আলম মানিক, ৩ নং ডোয়াইল ইউনিয়নের আব্দুর রাজ্জাক স্বপন, ৪ নং আওনা ইউনিয়নের মো. বেল্লাল হোসেন, ৬ নং ভাটারা ইউনিয়নের বোরহান উদ্দিন বাদল, ৭ নং কামরাবাদ ইউনিয়নের আব্দুল সালাম জিএস ও ৮ নং মহাদান ইউনিয়নের একেএম আনিসুর রহমান।

এদিকে যমুনা নদীবিধৌত ৫নং পিংনা ইউনিয়নের অধিকাংশ গ্রাম ভাঙনের শিকার হওয়ায় আদালতে সীমানা জটিলতা সংক্রান্ত মামলা হয়। ফলে ২০১১ সালের পর এ ইউনিয়নে কোনো নির্বাচন হয়নি। সম্প্রতি মামলাটি উচ্চ আদালতে নিষ্পত্তি হওয়ায় ৬ষ্ঠ ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নাসিম উদ্দিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।