জামালপুরে ভোট কারচুপির অভিযোগে রাস্তা অবরোধ, পরাজিত প্রার্থী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ভোট কারচুপির অভিযোগে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করেছে পরাজিত প্রার্থীর লোকজন। এসময় দুইজন নারী আহত হন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দোলভিটি বাজারের কালিতলা মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে, দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরাজিত প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে আটক করে পুলিশ।

jagonews24

জানা গেছে, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডে ছয়জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আশিকুর রহমান লাল মিয়া (ভ্যানগাড়ি) ও মিলটন মিয়া (ফুটবল) নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। ভোট গণনা শেষে মিলটন মিয়াকে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। এতে লাল মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার সকালে এলাকাবাসী জড়ো হয়ে ধনবাড়ি-ডোয়াইল-বয়ড়া সড়ক অবরোধ করে দোলভিটি কালিতলা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এসময় বক্তব্য দেন পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশিকুর রহমান লাল মিয়া, আকলিমা আক্তার, মনোয়ারা বেগম, স্বপ্না আক্তার প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে ভ্যানগাড়ি প্রতীক বিজয়ী হওয়ার কথা। কিন্তু ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি স্বাস্থ্যকর্মী আবু সাঈদ মিন্টু ফুটবল প্রতীকের প্রার্থীর পক্ষে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত করেন। পরে ভোট কারচুপির মাধ্যমে ফুটবল প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। বিক্ষুব্ধরা এই নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানান।

jagonews24

দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতার মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দুইজন নারী আহত হন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাস্তা অবরোধ করে জনস্বার্থ বিঘ্নিত করায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী আশিকুর রহমান লাল মিয়াকে আটক করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।