টুঙ্গিপাড়ার ৫ ইউনিয়নেই জয় পেল নৌকা
নির্বাচিত পাঁচ চেয়ারম্যান প্রার্থী
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচ ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বদরুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতদের মধ্যে পাটগাতি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা শেখ মো. শুকুর আহমেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১৪৫১২ ভোট, গোপালপুর ইউনিয়নে লাল বাহাদুর নৌকা প্রতীকে পেয়েছেন ৯৯১০
ভোট, কুশলী ইউনিয়নে বেলায়েত হোসেন সরদার নৌকা প্রতীকে পেয়েছেন ১০১২০ ভোট, বর্ণি ইউনিয়নে মিলিয়া আমিনুল নৌকা প্রতীকে পেয়েছেন ৮৯৮৬ ভোট। এছাড়া ডুমুরিয়া ইউনিয়নে আলী আহমেদ শেখ নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মেহেদী হাসান/এসজে/জিকেএস