হবিগঞ্জে এসপি-ওসিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আদেন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩০ ডিবেম্বর) দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ আবেদন করেন। শুনানি শেষে বিচারক মামলাটির বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী, ডিবির ওসি আল-আমিন, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই আলমগীর হোসেনসহ ৫৪ পুলিশ সদস্য।

মামলার বাদি অ্যাডভোকেট শামছুল ইসলাম জানান, ২২ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে মামলার আসামিদের হুকুমে ১২০০ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে তিন নেতাকর্মী চোখ হারানোর পথে। একজনের পুরো শরীর ঝাঝরা হয়ে গেছে। এ অবস্থায় ন্যায় বিচারের আশায় আমরা মামলার আবেদন করেছি। আশা করছি ন্যায় বিচার পাব।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।