জামালপুরে পুলিশের কোলে চড়ে ভোট দিলেন ৭৫ বছরের বৃদ্ধ
জামালপুরের মেলান্দহ উপজেলার স্থগিত নয়ানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ চলে।
দুপুরে ইউনিয়নের ২১ নং ওয়ার্ডের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্যানগাড়িতে আসনে মিঠু শেখ নামে ৭৫ বছরের এক বৃদ্ধ। কিন্তু হাঁটতে সমস্যা হওয়ায় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শফিকুল ইসলাম তাকে কোলে নিয়ে ভোট কক্ষে নিয়ে যান। তিনি মেলান্দ থানায় কর্মরত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৭৫ বছরের মিঠু শেখ ভোট দিতে ভ্যানে করে দুপুরের দিকে ভোটকেন্দ্রে আসেন। এ সময় গাড়ি থেকে নেমে বুথে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য তার ছিল না। এ জন্য ভোটকেন্দ্রের বাইরে গাড়িতে বসেছিলেন। এ সময় তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন শফিকুল ইসলাম। পরে কোলে তুলে সিঁড়ি বেয়ে দোতলা বুথ পর্যন্ত পৌঁছে দেন। ভোট দেওয়া শেষে তাকে আবার গাড়িতে এনে বসিয়েও দেন।
বৃদ্ধ মিঠু শেখ বলেন, আমি বেশ কয়েক বছর যাবত দুরারোগ্যব্যধির কারণে হাঁটতে পারি না। তাই গাড়ি থেকে নেমে বুথে যেতে পারছিলাম না। অনেকটা সময় গাড়িতে বসেছিলাম। কেউ সাহায্যে এগিয়ে আসেনি। পরে পুলিশ বাবা আমাকে ভোট দিতে সহযোগিতা করায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আমি তার জন্য মন থেকে দোয়া করি।
এ সময় কনস্টেবল শফিকুল ইসলাম বলেন, ওই বৃদ্ধ ভ্যানে বসে ভোটকেন্দ্রের দরজার দিকে তাকিয়ে ছিলেন। তখন তার কাছে গিয়ে কথা বলি। সমস্যার বিষয়টি বুঝতে পেরে তাকে কোলে নিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করি। এমন একটি কাজ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস