অভয়নগরে নৌকা-স্বতন্ত্র সমানে সমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
অভয়নগরের নির্বাচিত চেয়ারম্যানর প্রার্থী

চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে যশোরের অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটিতে নৌকা ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান এ ফলাফল নিশ্চিত করেছেন।

বিজয়ী চেয়ারম্যানরা হলেন- প্রেমবাগ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মফিজ উদ্দিন, সুন্দলী ইউনিয়নে নৌকা প্রতীকের বিকাশ রায়, চলিশিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সানা আব্দুল মান্নান, পায়রা ইউনিয়নে নৌকা প্রতীকের মো. হাফিজুর রহমান বিশ্বাস, শ্রীধরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. নাসির উদ্দিন, বাঘুটিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ তৈয়েবুর রহমান, শুভরাড়া ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম ও সিদ্ধিপাশা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বাতন্ত্র প্রার্থী শেখ আবুল কাশেম।

মিলন রহমান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।