শরীয়তপুরে ১৯ ইউনিয়নের চেয়ারম্যান যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ ও ডামুড্যায় উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো দলীয় প্রতীক ছিল না। দলীয় প্রতীক ছাড়া অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় রোববার (২৬ ডিসেম্বর) রাতে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার (মোটরসাইকেল), সখিপুর ইউনিয়নে কামরুজ্জামান মানিক সরদার (আনারস), উত্তর তারাবুনিয়া ইউনিয়নে আলহাজ্ব ইউনুছ আলী মোল্লা (মোটরসাইকেল), দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে মো. শাহজালাল মাল (মোটরসাইকেল), আরশীনগর ইউনিয়নে মো. মাহাবুবুল আলম আলম সরদার (মোটরসাইকেল), নারায়নপুর ইউনিয়নে মোহাম্মদ সালাহ উদ্দিন মাতাব্বর (অটোরিকশা), রামভদ্রপুর ইউনিয়নে মো. বিপ্লব সিকদার (চশমা), চরসেনসাস ইউনিয়নে মোহাম্মদ আনোয়ার হোসেন বালা (মোটরসাইকেল), ছয়গাঁও ইউনিয়নে মো. কামরুজ্জামান লিটন মোল্লা (চশমা), ডিএম খালি ইউনিয়নে মহসিন হক আবু বেপারী (মোটরসাইকেল), চরকুমারিয়া ইউনিয়নে মো. মোজাম্মেল হক মোল্যা (মোটরসাইকেল), মহিষার ইউনিয়নে হাজী মো. অরুন হাওলাদার (ঘোড়া)।

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে মো. আবুল হোসেন মোল্লা (চশমা), কনেশ্বর ইউনিয়নে মো. আনুছুর রহমান বাচ্চু মাদবর (চশমা), শিধলকুড়া ইউনিয়নে শেখ মো. মাসুদুল ইসলাম বাবুল (আনারস), ধানকাঠি ইউনিয়নে গোলাম মাওলা রতন (ঘোড়া), পূর্বডামুড্যা ইউনিয়নে মাসুদ পারভেজ লিটন (চশমা), সিড্যা ইউনিয়নে সৈয়দ আব্দুল হাদী জিল্লু (ঘোড়া), দারুল আমান ইউনিয়নে মো. মমিনুল হক মিন্টু সিকদার (চশমা)।

মো. ছগির হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।