‘প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করেছে আ.লীগ’
আওয়ামী লীগ প্রিসাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে বিএনপির গণসমাবেশে এ মন্তব্য করন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন পরে না। প্রিসাইডিং অফিসার দিয়েই ভোটের ফলাফল পাল্টে ফেলা যাচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া দেশের ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম করছেন। মিথ্যা মামলায় আটক হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমারা অবিলম্বে তার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘সারাদেশের মানুষের দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর। কিন্তু এসব দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু হয় সরকারকে এর দায় নিতে হবে।’
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকে জেলা থেকে খণ্ডখণ্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকেন। দুপুরের পর পাবলিক ক্লাব মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম