ভেস্তে গেছে পাখির ‘অভয়াশ্রম’ গড়ার উদ্যোগ

আব্বাস আলী
আব্বাস আলী আব্বাস আলী , জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১০:১৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ভেঙে পড়ছে পাখিদের জন্য রাখা মাটির হাঁড়ি

নওগাঁয় ভেস্তে গেছে পাখিদের জন্য ‘অভয়াশ্রম’ গড়ে তোলার ব্যতিক্রমী উদ্যোগ। তদারকির অভাবে গাছ থেকে ভেঙে পড়েছে হাঁড়ি-পাতিল। ফলে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় খাদ্যের অভাবে পাখির সংখ্যা কমছে বলে মনে করছেন জীব-বৈচিত্র্য গবেষকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাখিদের নিরাপদ অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে সরকারি বড় গাছগুলোতে হাঁড়ি-পাতিল বেঁধে দেওয়া হয়। কিন্তু সঠিক তদারকি না থাকায় এসব হাঁড়ি-পাতিল ভেঙে যায়।

স্থানীয়রা জানান, জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পাটঘাটা গ্রামের প্রায় ৪০০ বছরের পুরনো বটগাছ রয়েছে। এ গাছে অনেক প্রজাতির পাখির আনাগোনা ছিলো। স্থানটিকে পাখিদের জন্য একটি অভয়াশ্রম করতে গাছের ডালে প্রায় ৫০টির বেশি মাটির হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছিল। এসব পাতিল নিরাপদ মনে করে বাসা বেঁধেছিল দোয়েল, ঘুঘু, বাবুই ও বুলবুলিসহ বিভিন্ন প্রজাতির পাখি। এমনকি কাঠ বিড়ালও। কয়েক বছরের ব্যবধানে অনেক হাঁড়ি খসে পড়ে ভেঙে গেছে। এখন যে কয়েকটি গাছে আছে সেখানে পাখি বাস করে না।

সদর উপজেলার র্কীত্তিপুর হাটে, পাহাড়পুর বাজারে, দুবলহাটী বাজারে, হাঁপানিয়া বাজারে, বদলগাছী উপজেলার বালুভরা বাজার, মহাদেবপুর উপজেলার শিশু পার্ক ও উপজেলা চত্বরসহ বিভিন্ন এলাকার হাট-বাজারে সরকারি গাছে পাখি জন্য হাঁড়ি বাঁধা হয়েছিল।

বালুভরা ইউনিয়নের পাটনঘাটা গ্রামের মুদি দোকানি জাহিদ ইকবাল বলেন, ‘বছর তিনেক আগে এ গ্রামের পুরনো বটগাছে ৪০টির মতো পাতিল বাঁধা হয়েছিল। যেখানে কয়েকটি পাতিলে শালিক পাখি বাস করতে দেখেছি। কিন্তু গাছের নিচের দিকে যেসব পাতিল বাঁধা হয়েছিল সেগুলোতে পাখি বসতো না। কিছু পাতিল খুলে পড়ে গেছে। আর কিছু গাছে আছে। তবে যে উদ্দেশে পাতিল বাঁধা হয়েছিল তা সফল হয়নি।’

ভেস্তে গেছে পাখির ‘অভয়াশ্রম’ গড়ার উদ্যোগ

বক্তারপুর ইউনিয়নে শাহাপুর বাজারের চা দোকানি শরিফুল ইসলাম বলেন, ‘কয়েক বছর আগে দুটি বটগাছে মাটির থালার পাত্র দেখেছিলাম। এখন হাতে গোনা কয়েকটি আছে। বাঁকিগুলো নাই। তবে কোনো পাখি বাস করতে দেখিনি।’

বালুভরা বাজারে মুদি দোকানি সিরাজুর ইসলাম বলেন, ‘বাজারে মাঝখানের বটগাছে বছর দুয়েক আগে পাতিল বাঁধতে দেখেছিলাম। এখন গাছে কোনো পাতিল নাই। কোথায় থেকে কেন পাতিলগুলো লাগানো হয়েছিল তা জানি না।’

ভেস্তে গেছে পাখির ‘অভয়াশ্রম’ গড়ার উদ্যোগ

নওগাঁর মহাদেবপুর জীব বৈচিত্র্য, বন্যপ্রাণী ও নদী সংরক্ষণ (জীবন) সংগঠনের সভাপতি ইউনুসার রহমান হেফজুল বলেন, ‘পাখি রক্ষা ও বসবাসের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছে গাছে হাঁড়ি-পাতিল বাঁধা হয়েছিল। কিন্তু সেটা কার্যকর হয়নি। পাখিকে তার নিজস্ব আচার-আচরণ ও স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। কৃত্রিমতা কোনো কিছুই স্থায়ী হয় না। গাছে যেসব পাতিল বাঁধা হয়েছিল ঝড়ে তা নষ্ট হয়ে যায়।’

মহাদেবপুর প্রাণ ও প্রকৃতি সংগঠনের সভাপতি কাজী নাজমুল হোসেন বলেন, ‘পাখিদের বসবাস ও প্রজননের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাটির ছোট থালা ও কোথাও পাতিল বাঁধা হয়েছিল। অপরিকল্পিতভাবে গাছে এসব বাঁধা হয়েছিল। মাটির থালাগুলো এমনভাবে বাঁধা হয়েছিল বাতাসে দোল খেত। আর পাতিলগুলো পাখি বসবাসের উপযোগী ছিল না।’

ভেস্তে গেছে পাখির ‘অভয়াশ্রম’ গড়ার উদ্যোগ

তিনি বলেন, ‘গ্রামে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করতে হবে। শুধুমাত্র পাখির ঘরবাড়ি করে পাখি রক্ষা সম্ভব না। বনায়ন করতে হবে। পাখি শিকার বন্ধ করতে হবে। তাদের বসবাস নিরাপদ হলেই প্রজনন সম্ভব হবে।’

বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সভাপতি ও টাঙ্গাইল সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম ইকবাল বলেন, ‘হাঁড়ি-পাতিল বেঁধে যেসব পাখি সংরক্ষণ করতে চাইলেও সেখানে পাখি যায় না। বিশেষ করে দোয়েল ও শাকিল পাখি সেখানে বসবাস করে। তবে এসব পাখি বসবাসের জন্য এতো কিছুর প্রয়োজন নাই। এরা স্বাভাবিক ভাবে প্রজনন ও বংশবিস্তার করতে পারে।’

ভেস্তে গেছে পাখির ‘অভয়াশ্রম’ গড়ার উদ্যোগ

তিনি আরও বলেন, ‘শুকুন, টিয়া, চন্দনা টিয়া, হরিতালসহ বিভিন্ন পাখি বিলুপ্ত হচ্ছে। বিলুপ্ত হওয়ার পথে তাদের রক্ষার উদ্যোগ নিতে হবে। হাঁড়ি লাগানোয় পাখিদের প্রতি ভালবাসা এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে তা বুঝা যায়। এতে একটা অনুভূতি কাজ করে।’

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, ‘পাখি বসবাসের জন্য গাছে হাঁড়ি-পাতিল বাঁধার বিষয়টি আমার জানা নেই। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে জেনে পাখি সংরক্ষণের জন্য আবারও উদ্যোগ নেওয়া যেতে পারে।

আব্বাস আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।