হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২০ নভেম্বর ২০১৪

লালমনিরহাটে হত্যা মামলার রায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদ্ণ্ডাদেশ প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ছয়আনি পিত্তিফাটা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামা, বাহার উদ্দিনের ছেলে রহম আলী ও তার ভাই জমের আলী, একই উপজেলার শেখ সিন্দুনা গ্রামের বাহার উদ্দিনের ছেলে রফিক, মোকছেদ আলীর ছেলে ফজর আলী এবং শুকর আলীর ছেলে মোতালেব।

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২২ ডিসেম্বর সকালে ওই এলাকার মতিয়ার রহমান এবং তার দুই ছেলে রাশেদুল ও আবু হোসেন তাদের জমিতে ভুট্টা চাষ করতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে তাদের ওপর হামলা করে।

এর একপর্যায়ে আসামিরা মতিয়ার ও তার দুই ছেলেকে লাঠি সোটা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় রাশেদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ওই দিন শেষে রাতে তার মৃত্যু হয়।     

এ ঘটনায় নিহত রাশেদুলের বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ২৫ ডিসেম্বর ১০ জনকে আসামি করে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আসামিদের উপস্থিতিতে বৃহস্পতিবার বিজ্ঞ আদালত আসামিদের দুজন মৃত্যুবরণ করায় বাকী ৮ জন আসামির মধ্যে ২ জনকে বেকসুর খালাস দিয়ে বাকী ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ ছাড়াও প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ মামলায় বেকসুর খালাস প্রাপ্তরা হলেন, আবু সামার স্ত্রী কুলসুম বেগম ও রহম আলীর স্ত্রী আলেয়া বেগম। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ময়জুল ইসলাম ময়েজ।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (এডি,পি,পি) একেএম আব্দুল খালেক সরকার রায়ের সত্যতা নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।