টাঙ্গাইলে স্পর্শকাতর অঙ্গ চেপে যুবককে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজীবাড়ি এলাকায় বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ওই জমিতেই রুবেলকে হত্যা করা হয় বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় নিহতের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

পরিবার ও এলাকাবাসীরা জানায়, রুবেলদের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তোলার চেষ্টা করেন প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ ১৫-২০ জনের একটি দল। তবে স্থানীয় বনবিভাগ তা বন্ধ করে দেয়। বনবিভাগের সঙ্গে রুবেলের যোগাযোগ আছে—এমন সন্দেহে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে তার ওপর আক্রমণ করা হয়। এসময় রুবেলের চিৎকার শুনে তার পরিবার ও স্বজনরা এসে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই রাসেল আহমেদ বলেন, ‘জমিজমার বিরোধের জের ধরে আমার ভাই রুরেলের অণ্ডকোষ চেপে ধরে হত্যা করা হয়েছে।’

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরিফ উর রহমান টগর/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।