জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে

জামালপুরের মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার চর পলিশা ও ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার দাগি এলাকার খইমুদ্দিনের ছেলে অটোরিকশাচালক মোহাম্মদ আলী (৫০) এবং সদর উপজেলার চন্দ্রা এলাকার রসুল মিয়ার ছেলে আনন্দ (১৯) ও একই এলাকার ফজলু মিয়ার ছেলে সাগর (১৯)।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মেলান্দহ উপজেলার চর পলিশা পেট্রোল পাম্পের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনন্দ মারা যান। এসময় গুরুতর আহত হন তার চাচাতো ভাই সাগর। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

অন্যদিকে মেলান্দহ ব্র্যাক মোড়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক মোহাম্মদ আলী মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনেছি। তবে হতাহতের বিষয়ে কারও কোনো অভিযোগ পাইনি।

মো. নাসিম উদ্দিন/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।