৯৯৯ এ ফোন পেয়ে দুই যুবককে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১১ এএম, ০১ জানুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে মো. জাকির হোসেন ফরাজী (২৭) ও মো. হিমু মিয়া (২৪) নামে দুই যুবককে জিম্মিদশা থেকে মুক্ত করেছে পুলিশ।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার নির্জন স্থানে তারা আটকা অবস্থায় ছিলেন।

উদ্ধার হওয়া জাকির হোসেন ভোলা জেলার লালমোহন থানার ইলিশাকান্দি গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে এবং হিমু মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার উত্তর গিদারী গ্রামের মো. আবদুস সামাদের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন দুই যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে প্রযুক্তির সহায়তায় উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম রাজা অভিযান চালিয়ে তাদের দুজনকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মো. জাকির হোসেন জানান, কোম্পানীগঞ্জের পূর্ব পরিচিত গিয়াস উদ্দিন তাদেরকে রাজমিস্ত্রীর লেবার হিসেবে কাজ দেওয়ার কথা বলে আসতে বলেন। আসার পর তাদের কাছে টাকা পাবেন বলে আটকে রেখে নির্যাতন করেন এবং উভয়ের পরিবারে ফোন করে মোটা অংকের টাকা দাবি করেন। পরে তাদের পরিবার বিষয়টি ৯৯৯-এ ফোন করে জানায়।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া দুই যুবককে অভিভাবকের কাছে হস্তান্তর ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের মূলহোতাকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।