সিরাজগঞ্জে সংঘর্ষের মামলায় বিএনপির ২ নেতাসহ গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫০ পিএম, ০১ জানুয়ারি ২০২২
গ্রেফতার সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কয়েকটি মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, বিএনপিকর্মী রেজাউল করিম ও ইমন বাশার।

ডিবির ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘গ্রেফতাররা ৩০ ডিসেম্বর সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি। রোববার (২ জানুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হবে।’

সংঘর্ষের ঘটনায় করা মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে বলে জানান ডিবির ওসি।

বৃহস্পতবিার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির কর্মীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হন।

এ ঘটনায় বিএনপির ৭৫০ জন নেতাকর্মীকে আসামি করে চারটি মামলা দায়ের হয়। এরমধ্যে তিনটি মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। অন্য মামলার বাদী আওয়ামী লীগের একজন কর্মী।

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।