শরীয়তপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০২ জানুয়ারি ২০২২
ককটেল বিস্ফোরণে আহত শিশু

শরীয়তপুর নড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত অয়ন হাওলাদার (৮) ওই গ্রামের আফজাল হাওলাদারের ছেলে ও রনি হাওলাদার (৭) একই গ্রামের হানিফা হাওলাদারের ছেলে।

অয়নের বাবা আফজাল হাওলাদার জানান, বাড়ির পাশের সড়কের লাউয়ের মাচার নিচ থেকে শিশু অয়ন ও রনি খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে পাশের মাঠে খেলতে যায়। তখন ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুদের হাত-পাসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, ‘ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থল হাসপাতালে আহত শিশুদের দেখতে যাই।’

তিনি বলেন, ‘গতরাতেও এলাকাবাসী দুটি বিকট শব্দ পায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।