শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৪ জানুয়ারি ২০২২

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বুলবুল খান ও তার স্ত্রী আছমা আক্তার লাকী একসঙ্গে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার বিকেলে দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

২০১৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন বুলবুল খান। এবারের নির্বাচনে আ’লীগের মনোনয়ন পান ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস সামাদ। বর্তমান চেয়ারম্যান বুলবুল খান মনোনয়ন বঞ্চিত হন। তাই তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সস্ত্রীক নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সস্ত্রীক মনোনয়নপত্র দাখিলের বিষয়ে মো. বুলবুল খান বলেন, আমার বিরুদ্ধে আগে থেকেই একটি মহল ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে না পারলে আমার স্ত্রী নির্বাচন করবেন। যদি বাছাইয়ে কোনো সমস্যা না হয় তাহলে আমার স্ত্রী প্রার্থিতা প্রত্যাহার করে নেবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।