পুলিশের সঙ্গে সংঘর্ষ: নাটোরে বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে
নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠান এবং অবশিষ্ট ৪৯ জনের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেসময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে ওসি, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, নাশকতা ও সরকারি কাজে বাধাদান এবং পুলিশের ওপর হামলা মামলায় ৩১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রেজাউল করিম রেজা/এসআর/এমএস