নাটোরে নির্মাণাধীন বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
নির্মাণাধীন বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার

নাটোর সদর উপজেলার ধরাইলে নির্মাণাধীন একটি বাড়ি থেকে দুটি কঙ্কাল উদ্ধার হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কঙ্কাল দুটি উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাব পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই এলাকার দুবাই প্রবাসী সিদ্দিকের নির্মাণাধীন বাড়ির খনন করার সময় কঙ্কাল দুটি বেরিয়ে আসে। এসময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল কঙ্কাল দুটি উদ্ধার করে নমুনা সংগ্রহ করে। পরে পুলিশ কঙ্কাল দুটি মাটিচাপা দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, ‘কঙ্কাল দুটি নারী না পুরুষের তা নিশ্চিত হতে নমুনা ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাব পাঠানো হবে।’

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।