২০ মণ জাটকা বহন করে জরিমানা গুনলেন দুই ট্রাকচালক
বরগুনার তালতলীতে দুটি ট্রাকসহ ২০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ট্রাকচালককে ৮ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম।
মৎস্য অফিস সূত্র জানায়, ফকির হাট থেকে তালতলী-আমতলী মহাসড়ক দিয়ে দুটি ট্রাকে বিপুল পরিমাণ জাটকা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তালতলীর ইসলামিয়া হাসপাতালের সামনে ট্রাক দুটির গতিরোধ করে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ট্রাক দুটি থেকে ২০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে ট্রাক চালক শহিদুল ইসলাম ও বেলাল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন।
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য অফিসার মাহবুবুল আলম বলেন, আমাদের নিয়মিত অভিযানে ২০ মণ জাটকাসহ দুটি ট্রাক আটক করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। দুই ট্রাকের চালককে ৮ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
এসজে/এএসএম