সিরাজগঞ্জে নৌকা-চশমা সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
বিস্ফোরণ হওয়া ককটেল

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউপি নির্বাচনে রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রতীকের প্রার্থী আব্দুল মজিদের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জে নৌকা-চশমা সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার পর থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণও হয়। ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিরাজগঞ্জে নৌকা-চশমা সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সংঘর্ষের বিষয়ে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম জানান, শুরু থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছিল। বেলা ১১টার পর থেকে নৌকার প্রার্থী আব্দুল মজিদের সমর্থকরা দফায় দফায় কেন্দ্র দখল করতে গেলে আমার সমর্থকরা বাধা দেয়। এ সময় নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার সমর্থকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ জানান, ‘আমার কোনো সমর্থক কেন্দ্র দখল করে ভোট ছিনতাই করতে যায়নি। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরাই আমার বাড়ি-ঘরে হামলা চালিয়েছে। এছাড়া আমার ১০-১২ সমর্থককে পিটিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনা স্থলে পৌঁছার আগেই কেন্দ্রে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।