দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলি-গাড়িতে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
আগুনে পুড়ছে মোটর সাইকেলে

জামালপুরের বকশীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সিদ্দিকুর রহমান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন সমর্থকদের মাঝে সংঘর্ষ দাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়েন।

jagonews24

এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতাউর রহমান জানান, এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।