ভোটে জিতেই পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা
জামালপুরের সীমান্তবর্তী চরগিরিশ ইউনিয়নে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা এবং লুটপাট করেছেন বিজয়ী প্রার্থী আব্দুল আজিজ সওদাগরের সমর্থকরা।
বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুজাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পঞ্চম ধাপের নির্বাচনে কাজিপুর উপজেলার ৮ নম্বর চরগিরিশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করেন গুয়াখড়া গ্রামের দৌলত জামান (দুদু)। নির্বাচনে তিনি পরাজিত হন। কিন্তু বিজয়ী প্রার্থী (টিউবওয়েল) আব্দুল আজিজ সওদাগরের কর্মী-সমর্থকরা আজ সন্ধ্যায় দুদু মেম্বারের সমর্থনকারী ফরিদ মেলেটারির বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে অবস্থানরত নারীদের লাঞ্ছিত করেন। এসময় তারা প্রাণভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
ভুক্তভোগী ফরিদ মেলেটারির স্ত্রী নাজমা খাতুন (৪০) জাগো নিউজকে বলেন, বিজয়ী প্রার্থী আজিজুল সওদাগরের নির্দেশে গুজাবাড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে রাসেল (২২), রহিম পলানের ছেলে হাসেন (৩৫), ঈমানের ছেলে সাইফুলসহ (২০) প্রায় ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এসময় তারা আমাকে লাঞ্ছিতও করেন।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নির্বাচনে পাস করেছে ভালো কথা, আমাদের একজনকে ভালো লাগতেই পারে। কিন্তু তারা বিজয়ী হতে না হতেই আমাদের বাড়িতে কী কারণে হামলা করলো বুঝতে পারছি না। আমরা এখন প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’
ভুক্তভোগীর ছেলে নাঈম (১২) বলে, ‘নির্বাচনের সর্বশেষ ফলাফল জানতে আমি বাজারে অবস্থান করছিলাম। এমন সময় শুনতে পাই বিজয়ী প্রার্থী আজিজুল সওদাগরের সমর্থকরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। আমিসহ আমার পরিবার এখন প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।’
অভিযোগের বিষয়ে জানতে বিজয়ী প্রার্থীর মোবাইলে একাধিকবার কল করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, নির্বাচন শেষ হয়েছে। তাই বিষয়টি এখন থানায় জানাতে হবে। নির্বাচন চলাকালীন কোনো ঘটনা ঘটলে সেটা আমরা দেখতাম।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ জাগো নিউজকে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস