পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২২

সারাদেশের দুই শতাধিক লেখকের অংশগ্রহণে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পূর্বপশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব।

শুক্রবার (৭ জানুয়ারি) আরআরএফ টার্ক সেন্টারে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উৎসবের আয়োজক পূর্বপশ্চিম সাহিত্য সংগঠন।

উৎসবের শুরুতেই পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ঘোষণা করেন আয়োজকরা। এবার সাহিত্যের দুই ক্যাটাগরিতে মোট ছয় লেখক পুরস্কার পেয়েছেন।

তারা হলেন- কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক ড. তপন বাগচী, কবি আমিনুল ইসলাম, কবি সেঁজুতি বড়ুয়া, কথাসাহিত্যিক ও চ্যানেল২৪-এর অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান এবং কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ।

এছাড়া উৎসবে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন ও কবি দারা মাহমুদকে বিশেষ সম্মাননা জানানো হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন- কবি আসাদ মান্নান, মাকিদ হায়দার, মজিদ মাহমুদ, চঞ্চল শাহরিয়ার, মনি হায়দার, সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ জুয়েল, ইকবাল রাশেদীন, চঞ্চল কবীর, রাসেল রায়হান, কিঙ্কর আহ্সান, হামীম কামাল, শিমুল সালাহউদ্দিনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক কবি ও কথাসাহিত্যিক।

আয়োজকরা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে পূর্বপশ্চিম সংগঠনটি বাংলা ভাষা ও শিল্প-সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।