প্রয়াত বাবার জন্মদিনে প্রতিবন্ধীদের দোকান উপহার দিলেন মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
বরগুনা-২ আসনের প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর মেয়ে ব্যারিস্টার হাছ্ছানা নাদিরা সবুর

বরগুনা-২ আসনের প্রয়াত সংসদ সদস্য (এমপি) গোলাম সবুর টুলুর জন্মদিন উপলক্ষে ১০ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীকে ব্যবসা করার জন্য দোকান উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দোকানগুলোর চাবি হস্তান্তর করেন টুলুর ছোট মেয়ে ব্যারিস্টার হাছ্ছানা নাদিরা সবুর।

borguna1

এসময় তিনি উপহারের দোকানে উপস্থিত হয়ে শিশুদের নিয়ে কেক কেটে বাবা গোলাম সবুর টুলুর জন্মদিন পালন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির, কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু, রায়হানপুর ইউপির চেয়ারম্যান মাইনুল ইসলামসহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ব্যারিস্টার হাছ্ছানা নাদিরা সবুর বলেন, প্রয়াত বাবার জন্মদিনে আমি কতগুলো অসহায়ের মুখে স্বস্তির হাসি দেখেছি, এটাই আমার প্রশান্তি।

borguna1

২০১৩ সালের ২৬ জুলাই ফরিদপুরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন বরগুনা-২ আসনের সংসদ সদস্য গোলাম সবুর টুলু। তিনি ১৯৫৩ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহন করেন। তার স্ত্রী সুলতানা নাদিরা সবুর সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।